এস এম আরাফাত হাসান, নিজস্ব প্রতিবেদক :
তারুণ্য পরিবার আছে, অসহায় মানুষের পাশে এই স্লোগান নিয়ে ২৪ আগস্ট, রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন এর সভাপতি মাহাবুবুর রহমান বাদল, দৈনিক ব্যতিক্রম এর সম্পাদক ও প্রকাশক জনাব মহিউদ্দিন ফারুকী।
আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার,জেলা কসমেটিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, তারুণ্য পরিবারের উপদেষ্টা ডাঃ মেহেদী হাসান সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তারুন্য পরিবারের সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহাগ হাসান।
এ সময় প্রধান অতিথি সহ সকল অতিথিরা এবং তারুণ্য পরিবারের এমন সুন্দর একটি উদ্যোগের জন্য সাধুবাদ জানান, এবং তারুন্য পরিবারের জন্য দোয়া করেন।
তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান বলেন, আমরা সবাই তারুণ্য পরিবার জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনগুলোতে আরো বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সবশেষে অসহায় ব্যক্তির কে তার উপহারস্বর আর্থিক সহায়তা তার হাতে তুলে দেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply