মাদারীপুর প্রতিনিধি:
১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকান্ড কারবালা ময়দানের হত্যাকান্ডকে হার মানায়। পৃথিবীর কোন সভ্য জাতির ইতিহাসে এরকম নির্মম ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
বুধবার সন্ধ্যায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মৃত: দলিল উদ্দিন সিকদারের বাড়ীর পূর্ব পার্শ্বে খালের উপর বক্স কালভার্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান,কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েছুর রহমান,কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply