রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। পরে ১৬ টি সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ৪টি বিলে ৬৬৬.৬৭ কেজি রুই জাতীয় মাছের পোনা এবং ৯৮.০৪ কেজি শিং মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সিনিয়র সহকারী পরিচালক আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply