রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চৌয়ারীবাড়ী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে রাজৈর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গণভোজ ও আলোচনা সভার মাধ্যমে এ বার্ষিকী পালন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি।
এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য হত্যাকাণ্ড করেছে, ক্ষমতায় এসেও হত্যাকাণ্ড করেছে এবং ক্ষমতার বাইরে গিয়েও হত্যাকাণ্ড করেছে। তারা মানুষকে ভালবাসতে জানে না। কিন্তু আওয়ামী লীগের শিকড় সাধারণ মানুষের হৃদয়ের মাঝে গাথিত আছে, যা চাইলেই উপড়ে ফেলা যায় না। শেখ হাসিনা জনগণ সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছেন, আগামী নির্বাচনেও জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহা মিয়া, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, যুগ্ম-আহবায়ক আ.ফ.ম ফুয়াদ ও ফরিদা ইয়াসমিন পল্লবীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন রাজৈর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ বৈদ্য।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply