বাদল সাহা, স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে মুকসুদপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র মোবাইল ফোন ব্যবহার ও নকল করার অপরাধে সরকারি মুকসুদপুর কলেজের ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ আগষ্ট) জেলার মুকসুদপুর উপজেলা সদরের এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময় ওই চব্বিশ শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) অমিত কুমার সাহা ও এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক কবির উদ্দিন আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত ওই ২৪ পরীক্ষার্থী মধ্যে ২৩ জন ছাত্র ও একজন ছাত্রী। তারা সকলে সরকারি মুকসুদপুর কলেজের থেকে এইচএসসি অংশগ্রহন করেন।
মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) অমিত কুমার সাহা জানান, সরকারি মুকসুদপুর কলেজ থেকে এবছর ২ হাজার ১’শ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহ করেন। ওই পরীক্ষার্থীদের মধ্যে এসজে মডেল উচ্চ বিদ্যালয় মুকসুদপুর কেন্দ্রে ১৭’শ পরীক্ষার্থী ছিলেন। বহিস্কৃত ওই ২৪ পরিক্ষার্থী মধ্যে ২০ জন স্মার্ট ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। অন্য চার পরিক্ষার্থী বাহির থেকে ফটোকপি করে নকল নিয়ে হলে প্রবেশ করে।
তিনি আরো জানান, পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পর তাদের শারীরিক অঙ্গভঙ্গি দেখে সন্দেহ হয়। পরে ওই হলে দ্বায়িত্ব থাকা শিক্ষকদের সাথে নিয়ে পরীক্ষার্থীদের শরীর তল্লাশী করে তাদের কাছে থেকে স্মার্ট ফোন পাওয়া যায়। তাদের ফোনে এসএমএস ও ছবির মধ্যমে উত্তর আসছে এবং তা দেখে ওই বিশ শিক্ষার্থী খাতায় লিখছেন। বাকি চার পরীক্ষার্থীর কাছে থেকে পাওয়া ফটোকপি কাগজের সাথে তারাদের খাতায় লেখায় মিল পাওয়ায় চব্বিশ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
তিনি আরো বলেন, ওই চব্বিশ পরীক্ষার্থী অসাধু পথ অবলম্বন করায় কেন্দ্র সচিব সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক কবির উদ্দিন আহম্মেদ, ট্যাগ কর্মকর্তা মোশাররফ হোসেন (উপজেলা সমাজ সেবা কর্মকর্তা) ও সাইদুর রহমান (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply