রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীতে ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক কারারক্ষীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত কারারক্ষী ও গোপালগঞ্জের কাশিয়ানি থানার খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন মোল্লা (৩৮) ও কালুখালীর মাজবাড়ি গ্রামের মো. খালেক শেখের ছেলে আলহাজ শেখ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মন্টু বয়াতির বসতবাড়ির সামনের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলহাজ শেখকে ৩৫টি ইয়াবা ট্যাবলেট এবং কারারক্ষী মো. মহিউদ্দিন মোল্লাকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply