নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
বঙ্গবন্ধু পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।
মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হক মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট যতীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ কালু, মিজানুর রহমান হিরু খান, সাইফুর রহমান রুবেল খান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান লাভলু তালুকদার, হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর রাজিব মাহমুদ কাওছারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply