নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার হলেও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বাড়ির মালিক। পুলিশের পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়েরি করা হয়।
গেল তিন দিন আগে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের একতা বাজার সংলগ্ন খালাশিকান্দি গ্রামের এনামুল চৌকিদারের বাড়ির পরিত্যক্ত একটি ঘর থেকে এসব অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে এনামুল চৌকিদারসহ কারো বিরুদ্ধেই মামলা করেনি পুলিশ। ফলে নানা মহলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গেল (১৮ আগস্ট) রাত ২টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের একতা বাজার সংলগ্ন খালাশিকান্দি গ্রামের এনামুল চৌকিদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পরিত্যক্ত ঘরের মাচা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করেন। তখন বাড়িতে এনামুল চৌকিদার ও তার পরিবারকে পাওয়া যায়নি। পরে এসব অস্ত্র ও গোলাবারুদ শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নাম প্রকাশে অনুচ্ছিক ধুরাইল গ্রামের এক ব্যক্তি বলেন, ‘অস্ত্র গোলাবারুদ উদ্ধার হলেও কেন বাড়ির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না। বিষয়টি পুলিশকে পরিষ্কার করা উচিত ছিল। কেউ এসব অস্ত্র রেখে থাকলেও সেটা পুলিশকে খুঁজে বের করা উচিত।’
এদিকে বাড়ির মালিক এনামুল চৌকিদার বলেন, ‘আমি ওই দিন রাতে শ্বশুরবাড়ি সপরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। ফলে অস্ত্র বা কিছু উদ্ধার হলেও বিষয়টি আমি জানি না। কেউ অস্ত্র রেখে আমাকে হয়রানি করছে। এর বেশি জানি না।’
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির বলেন, ‘ময়লা রাখার পরিত্যক্ত একটি ঘর থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কাউকে অস্ত্রের সঙ্গে পাওয়া যায়নি বিধায় মামলা নেয়া হয়নি। আর যার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সে এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে কেউ অস্ত্র রেখে ষড়যন্ত্র করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply