বাদল সাহা, স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শ্রদ্ধা নিবেদন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগ সংগঠন এসব কর্মসূচী পালন করেছে।
আজ সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ। এরপর টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, পাটগাতী , ডুমুরিয়া, কুশলী, বর্ণি ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজত করেন।
এরপর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বি এম তৌফিক বিশ্বাস বক্তব্য রাখেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আত্মসাৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায করা হয়।
অপরদিকে, ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু’ কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কয্যালয়ের সমানের গিয়ে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধান সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন বক্তব্য রাখেন। এসময় বক্তরা দ্রুত ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতের রুহে মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ কর্মসূচীতে উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যদিকে, বিকাল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগ কায্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
এছাড়া, এ দিবস উপলক্ষে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায়ও কর্মসূচি পালিত হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply