মোঃ রাজু আহম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারের ছেলে দিগন্ত তালুকদার(২৪) মাদক সহ আটক।
আজ সোমবার মাদক আইনে মামলা দায়ের করে মাদারীপুর কোর্টে প্রেরন করেন ডাসার থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদারের ছেলে দিগন্ত তালুকদার(২৪) কে মাদক সহ আটক করেন ডাসার থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে শশিকর বাজার থেকে পুলিশের নিয়মিত অভিযানের মাধ্যমে আটক হন। এ সময় তার কাজ থেকে ২ পুড়িয়া(৫গ্রাম) গাজা উদ্ধার করেন।
আজ দিগন্ত তালুকদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাদারীপুর কোর্টে প্রেরন করেন।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,এটা পুলিশের নিয়মিত অভিযান ছিল। সে অভিযানের মাধ্যমে দিগন্ত তালুকদারকে ২পুড়িয়া (৫গ্রাম) গাজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাদারীপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply