মাদারীপুরসময় ডটকম ডেক্স :
মাদারীপুর জেলা দাবা চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান রোববার সন্ধ্যায় জেলা সমন্বিত সরকারি অফিস ভবনের চেস একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসন চেস একাডেমীর সহযোগিতায় ন্যাশনাল বি বাছাই জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মামুনুর রশিদ গত বছরের চ্যাম্পিয়ন মো. বাদল বেপারীকে হারিয়ে ফাইনালে জয় লাভ করেন।
তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার আটজন দাবাডু অংশ গ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.ওবাইদুর রহমান খান।
মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জানুয়ারীতে অনুষ্ঠিতআন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়ও রেটিংসহ ভালো ফলাফল অর্জন করেন। এছাড়াও মামুনুর রশিদ ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও বিশেষ বিশেষ অবদান রেখে জেলাবাসীর সুনাম অর্জন করেছেন।
সূত্র: মৈত্রী মিডিয়া
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply