ফরিদপুর জেলা প্রতিনিধি :
জেলায় ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়।
এ সময় ডিমের দাম বেশি রাখা ও পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স খান ট্রেডার্সকে এক হাজার টাকা, আল্লাহর দান ভাণ্ডারকে এক হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে দুই হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
এ অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply