মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়ি না থাকা সুযোগে একা পেয়ে এক অসহায় গৃহবধুকে জোরপুর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ রোববার দুপুরে অভিযোগ ও থানা সুত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের এক গৃহবধুর স্বামী বেশ কিছুদিন আগে কর্মব্যস্ততার তাগিদে ঢাকায় চলে যান। এ সুবাদে একটি শিশু সন্তান সাথে নিয়ে ওই গৃহবধু একা বাড়িতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে একেই এলাকার আজিজ হাওলাদারের ছেলে মোঃ ফরিদ হাওলাদার একা বাড়িতে পেয়ে ওই গৃহবধুকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্তাক্ত করে আসছিল। এ বিষয়টি নিয়ে ওই গৃহবধু নিরুপায় হয়ে লম্পট ফরিদ হাওলাদারের বিরুদ্ধে তার অভিভাবকদের কাছে বিচার দেন। এতে করে ফরিদ হাওলাদার ওই গৃহবধুর উপর চরম ক্ষিপ্ত হয়ে যায়। পরে গত ১৬ আগস্ট রাত ১১টার দিক ওই গৃহবধু প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের দরজা খুলে বাহিরে বের হয়। এসময় পুর্ব থেকে ঘরের পাশে ওৎ পেতে থাকা ফরিদ হাওলাদার ওই গৃহবধুকে মুখ চেপে জাপটে ধরে জোরপুর্বক পরিহিত কাপড় টেনে হিচরে খুলে ফেলে ধর্ষনের চেষ্টা চালায়। পরে গৃহবধুর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ফরিদ হাওলাদার দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই গৃহবধুকে আহত অবস্থায় কালকিনি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়ে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফরিদ হাওলার এলাকায় গা ঢাকা দিয়ে আছেন।
ভুক্তভোগী গৃহবধুর এক স্বজন জানায়, ফরিদ হাওলাদার গৃহবধূকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায় এবং টেনে হিচরে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান রক্তাক্ত করে ফরিদ। আমি ফরিদের দৃষ্টান্তমুলক বিচার চাই।এ বিষয় জানতে চাইলে অভিযুক ফরিদ হাওলাদারের এলাকায় পওয়া যায়নি। এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: সকালের সময়
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply